সঠিক উত্তর হচ্ছে: ঊর্ণনাভ
ব্যাখ্যা: উর্ণ নাভিতে যার = \'ঊর্ণনাভ\' হলো বহুব্রীহি সমাসের উদাহরণ। আর ঊর্ণনাভ\' অর্থ হলো \'মাকড়সা\'। পকেট মারে যে পকেটমার হলো উপপদ তৎপুরুষ সমাস। পথের রাজা = রাজপথ হলো ষষ্ঠী তৎপুরুষ বা সম্বন্ধ তৎপুরুষ সমাস। বিলাত থেকে ফেরত = বিলাতফেরত হলো পঞ্চমী তৎপুরুষ সমাস।