সঠিক উত্তর হচ্ছে: পিচাশ
ব্যাখ্যা: ধ্বনি বিপর্যয়: শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
- এতে দুটি বর্ণের মধ্যে জায়গা পরিবর্তন হয়।
যেমন - পিশাচ ˃ পিচাশ, লাফ˃ ফাল, বাক্স > বাস্ক, রিকসা্ > রিস্কা ইত্যাদি।
--------
অন্যদিকে,
রত্ন > রতন এবং মুল্ক > মুলুক -- মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তির উদাহরণ।
কবাট > কপাট -- ব্যঞ্জন বিকৃতির উদাহরণ।
উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯ সংস্করণ)।