সঠিক উত্তর হচ্ছে: শহীদ কাদরী
ব্যাখ্যা: শহীদ কাদরী স্বাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আধুনিক কবি।বাংলা কবিতার পঞ্চাশ দশকের সর্বোচ্চ সম্ভাবনা ও সাফল্য দেখা যায় তার প্রথম কাব্যগ্রন্থ উত্তরাধিকারে।তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো হলো- উত্তরাধিকার (প্রথম), তোমাকে অভিবাদন প্রিয়তমা, কোথাও কোনো ক্রন্দন নেই, আমার চুম্বনগুলো পৌঁছে দাও।[তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]