ব্যাখ্যা: অনুপাতের রাশিগুলোর যোগফল \n= ( ৩+৭+১০)\n= ২০\n\n১ম অংশটির দৈর্ঘ্য = ৪০ ×৩/২০ = ৬ মিটার\n২য় অংশটির দৈর্ঘ্য = ৪০×৭/২০ = ১৪ মিটার\n৩য় অংশটির দৈর্ঘ্য = ৪০×১০/২০ = ২০ মিটার\nসুতরাং, দীর্ঘতম অংশটীর দৈর্ঘ্য ২০ মিটার।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।