সঠিক উত্তর হচ্ছে: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বাসু
ব্যাখ্যা: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু দুজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পন্ডিত।\n১৮০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে উইলিয়াম কেরি \'কথোপকথন\'(১৮০১), ইতিহাসমালা (১৮১২), মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, বত্রিশ সিংহাস, হিতোপদেশ, রাজাবলি (১৮০৮), রামরাম বসু, লিপিমালা(১৮০২) গ্রন্থ লিখেছেন ।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]