সঠিক উত্তর হচ্ছে: চীন
ব্যাখ্যা: ধান উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ হলো চীন। USDA এর সর্বশেষ ও গত বছরের পরিসংখ্যানে বিশ্বে মোট ধান উৎপাদন হয় ৪৯.৯০ কোটি মে. টন। এর মধ্যে চীন উৎপাদন করে ১৪.৬৭ কোটি মে. টন। দ্বিতীয় ভারত (১১.৮ কোটি মে. টন)। গতবছরে ধান উৎপাদনে বিশ্বে ও এশিয়ায় বাংলাদেশের অবস্থান ছিলো চতুর্থ (৩.৫৮৫ কোটি মে. টন)। তবে চলতি বছরের পূর্বাভাসে বাংলাদেশের ধান উৎপাদন ৩.৬০ কোটি মে.টন ছাড়িয়ে যাবে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে এবছর ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হবে তৃতীয়। (সূত্রঃ USDA ওয়েবসাইট)