সঠিক উত্তর হচ্ছে: অগ্নি-বীণা
ব্যাখ্যা: কাজী নজরুলের প্রথম প্রকাশিত কবিতা - মুক্তি (১৩২৬ বঙ্গাব্দ) আর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ- অগ্নি-বীণা (সেপ্টেম্বর, ১৯২২)। তার প্রথম প্রকাশিত গল্প- বাউন্ডেলের আত্মকাহিনী ও প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ- ব্যথার দান। প্রথম প্রবন্ধ-- তুর্কি মহিলার ঘোমটা খোলা ও প্রথম প্রবন্ধগ্রন্থ-- যুগবানী। নজরুলের প্রথম প্রকাশিত নাট্যগ্রন্থ-- ঝিলিমিলি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।