সঠিক উত্তর হচ্ছে: মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা: একটি দরিদ্র পরিবারের লাঞ্ছিত জীবন কাহিনী নিয়ে রচিত \'আত্নহত্যার অধিকার মানিক বন্দ্যোপাধ্যায়ের \'অতসী মামী ও অন্যান্য গল্প\' গল্পগ্রন্থের অন্যতম বিখ্যাত গল্প। গল্পটিতে পরিব নীলমণির কষ্টের কাহিনী বিকৃত হওয়ার পাশাপাশি তার যুবতী মেয়ে শ্যামা কষ্টকে দলিত করে যেভাবে তার জীবনের রস আস্বাদনের প্রতি আকৃষ্ট হয়েছে, সেই আসক্তিকেই বড় করে দেখানো হয়েছে।\nতথ্যসূত্রঃ জিজ্ঞাসা, সৌমিত্র শেখর