ব্যাখ্যা: বৃত্তের পরিধি -এর দুটি বিন্দুর ছেদকারী বৃত্তের মধ্যকার রেখাকে বলে জ্যা। অন্যদিকে, বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী এরুপ রেখাকে বলে ব্যাস এবং বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দুরত্ব রেখাকে বলে ব্যাসার্ধ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।