নিচের অপশন গুলা দেখুন
- আবুল কালাম শামসুদ্দীন
- আলাউদ্দিন আল আজাদ
- শামসুদদীন আবুল কালাম
- আবু ইসহাক
শামসুদদীন আবুল কালামের ‘কাশবনের কন্যা’ বরিশাল অঞ্চলের গ্রামকেন্দ্রিক উপন্যাস।
প্রধান চরিত্র: সিকদার, হোসেন, জোবেদা, মেহেরজান,
লেখকের অন্যান্য গ্রন্থ :
উপন্যাস:
- আলমগড়ের কথা
- কাঞ্চনমালা
- জায়জঙ্গল
- সমুদ্রবাসর
- কাঞ্চনগ্রাম
গল্পগ্রন্থ :
- অনেক দিনের আশা
- ঢেউ
- পথ জানা নাই
- দুই হৃদয়ের তীর
- শাহের বানু
- পুঁই ডালিমের কাব্য
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।