সঠিক উত্তর হচ্ছে: ভূ-পৃষ্ঠে
ব্যাখ্যা: অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি।\n\nঅভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। ভূপৃষ্ঠে এর মান সবচেয়ে বেশি এবং পাহাড়ের উপরে ভূ - অভ্যন্তরে ও মাটির নিচে এর মান কমে যায়। g - এর আদর্শ মান ৯.৮০৬৬৫ ms^2. ভূকেন্দ্রে এর মান ০।