সঠিক উত্তর হচ্ছে: লালমাই পাহাড়
ব্যাখ্যা: প্লাইস্টোসিন কালের সোপানসমূহকী তিন ভাগে ভাগ করা যায়- বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়। লালমাই পাহাড় বাংলাদেশের কুমিল্লা জেলার লালমাই উপজেলায় অবস্থিত একটি বিচ্ছিন্ন পর্বতশ্রেণী। প্রায় পঁচিশ লক্ষ বছর আগে প্লাইস্টোসিন যুগে এই পাহাড় গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়। (তথ্যসূত্র-বোর্ড বই ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি)