সঠিক উত্তর হচ্ছে: 10 ডিসেম্বর
ব্যাখ্যা: রাজস্বের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ দু ধরনের কর অন্তর্ভূক্ত থাকে। বাংলাদেশ সরকারের আয়ের সিংহভাগই আসে বিভিন্ন ধরনের কর থেকে। সবচেয়ে বেশী আয় হয় পরোক্ষ কর থেকে। এক্ষেত্রে Value Added Tax বা VAT এর ভূমিকা অগ্রগণ্য। পরোক্ষ এ করটি ১৯৯১ সালের ১লা জুলাই থেকে চালু হয় যা ১৫% হারে ধার্য করা হয়। VAT বা মূল্য সংযোজন কর (মূসক) দিবস পালিত হয় ১০ ডিসেম্বর।