সঠিক উত্তর হচ্ছে: মিয়ানমার
ব্যাখ্যা: দেশের ওষুধের আমদানি-রপ্তানি তৈরি পরিবেশন ও বিক্রয় নিয়ন্ত্রক সরকারি আইন 1940 সালে প্রণয়ন করা হয়। অধ্যাদেশ জারি করা হয় 1982 সালে । ঢাকায় ড্রাগ আদালত প্রতিষ্ঠিত হয় 1992 সালে। দেশে ওষুধ তৈরি, আমদানি ও মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম ওষুধ প্রশাসন অধিদপ্তর। বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে মিয়ানমারে। বর্তমানে বাংলাদেশ বিভিন্ন প্রকারের ওষুধ ও ওষুধের কাঁচামাল উন্নত বিশ্বে ইউরোপ-আমেরিকাসহ 159 বিদেশে রপ্তানি করছে।