সঠিক উত্তর হচ্ছে: বুদ্ধদেব বসু
ব্যাখ্যা: মধ্যবিত্ত মানুষের পরিবার জীবনের স্নিগ্ধতা, ব্যক্তিজীবনের হাহাকার ও নিঃসঙ্গতা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ও যুদ্ধোত্তর বিপন্ন সময় দ্বারা প্রভাবিত মানুষের বিচ্ছিন্নতাকে কেন্দ্র করে লিখিত একটি অত্যন্ত কোমল ও কাব্যিক উপন্যাস \'তিথিডোর\'। বুদ্ধদেব বসু রচিত আরো কয়েকটি উপন্যাস কালো হাওয়া, গোলাপ কেন কালো, পাতাল থেকে আলাপ ইত্যাদি।