সঠিক উত্তর হচ্ছে: কুসুমকুমারী দাশ
ব্যাখ্যা: মহিলা কবিদের অন্যতম কবি কুসুমকুমারী দাশের কবিতা- কবিতা মুকুল। তার গদ্যগ্রন্থ- পৌরাণিক আখ্যায়িকা। তার আরেকটি পরিচয়, তিনি বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল কবি জীবনান্দ দাশের মাতা। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।