সঠিক উত্তর হচ্ছে: ৪ টি
ব্যাখ্যা: উচ্চারণের সময়ের বিবেচনায় স্বরধ্বনি কে দুইভাগে ভাগ করা যায়।১.হ্রস্বস্বর (অ,ই,উ,ঋ) ২.দীর্ঘস্বর(আ,ঈ,ঊ,এ,ঐ,ও,ঔ)\nসংস্কৃতে দীর্ঘস্বর সর্বদা দীর্ঘ, হ্রস্বস্বর সর্বদা হ্রস্ব।অথচ বাংলায় দীর্ঘস্বর হ্রস্ব হতে পারে আবার হ্রস্বস্বর দীর্ঘ হতে পারে।\n[তথ্যসূত্র: ভাষা-শিক্ষা (ড.হায়াৎ মামুদ)]