সঠিক উত্তর হচ্ছে: ভারত ও নেপাল
ব্যাখ্যা: \"কালাপানি” ভারত ও নেপাল দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড ।
\n\'কালাপানি\' অমীমাংসিত ভূখণ্ডটি ভারত ও নেপালের মধ্যে অবস্থিত । এ ভূখন্ডটি নেপালের মহাকালী এবং ভারতের উত্তরখণ্ড সীমানায় অবস্থিত । ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পর থেকে এটা ভারতের ইন্দো-তিব্বতিয সীমান্ত নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে আসছে ।