সঠিক উত্তর হচ্ছে: তাপমন্ডল
ব্যাখ্যা: তাপমন্ডল (Thermosphere) : মেসোবিরতির উপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমন্ডল বা থার্মোস্ফিয়ার বলে। এই স্তরে বায়ুমন্ডলের তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পেয়ে ১৪৮০ ডিগ্রি সেলসিয়াসে এসে পোঁছায়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল বোর্ড বই