ব্যাখ্যা: রক্তে ৫৫% রক্তরস ও ৪৫% রক্তকণিকা থাকে । রক্তরসে ৯০ - ৯২% পানি এবং ৮ - ১৯% কঠিন পদার্থ থাকে। আবার কঠিন পদার্থে ৭.১ - ৮.১% জৈব পদার্থ ও ০.৯% অজৈব পদার্থ আর এ জৈব পদার্থে প্রোটিন (প্লাজমাপ্রোটিন) থাকে গড়ে ৬ - ৮% ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।