ব্যাখ্যা: এখানে সঠিক উত্তর হবে ৬০। মাঝের বৃত্তটির সবগুলো সংখ্যার থেকে ১ম বৃত্তটির সবগুলো সংখ্যা ২ গুণ। আবার ৩য় বৃত্তে প্রদত্ত সংখ্যাগুলো যেহেতু মাঝের বৃত্তের সংখ্যাগুলোর ৩ গুণ তাই প্রশ্নবোধক স্থানে ২০*৩=৬০ হবে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।