সঠিক উত্তর হচ্ছে: রাজশাহী
ব্যাখ্যা: শুকুর মাহমুদ (আনু. ১৬৬৫-১৭৩৫) মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন সাধক কবি। রাজশাহী জেলার সিন্দুরকুসুমি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আবদুল শুকুর মাহমুদ, কিন্তু শুকুর মাহ্মুদ নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন। তাঁর পিতা শেখ আনার ছিলেন ফকিরি মতের একজন সাধক।\nশুকুর মাহমুদ রচিত কাব্যের নাম গুপিচন্দ্রের সন্ন্যাস (১৭০৫)। কাব্যটি বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বিশ্বেশ্বর ভট্টাচার্য, দীনেশচন্দ্র সেন, বসন্তরঞ্জন চট্টোপাধ্যায় (১৯২৪), নলিনীকান্ত ভট্টশালী (১৯২৫), আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া প্রমুখ বিশিষ্ট গবেষক এটি সম্পাদনা করেন। এঁদের মধ্যে মোহাম্মদ যাকারিয়া সম্পাদিত গ্রন্থখানির (১৯৭৪) পাঠ পূর্ণাঙ্গ।\n\nতথ্যসূত্রঃ বাংলাপিডিয়া