সঠিক উত্তর হচ্ছে: সাম্যবাদী
ব্যাখ্যা: ১৯২৫ খ্রিস্টাব্দের ডিসেম্বরে কাজী নজরুলের অসাধারণ ও মানবতাবাদী কাব্যগ্রন্থ \'সাম্যবাদী\' প্রকাশিত হয়। সাম্যবাদী, কুলি-মজুর, চোর-ডাকাত, ঈশ্বর, মানুষ ইত্যাদি এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা।[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]