সঠিক উত্তর হচ্ছে: মহাযাত্রা
ব্যাখ্যা: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহন করে, তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন- পঙ্কজ, মহাযাত্রা, রাজপুত, জলধি ইত্যাদি। তাছাড়া বাঁশি, সন্দেশ রূঢ়ি শব্দ। \'দৌহিত্র\' যৌগিক শব্দ।