সঠিক উত্তর হচ্ছে: ড়, ঢ়
ব্যাখ্যা: যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূর্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায়, তাকে তাড়নজাত ব্যঞ্জন ধ্বনি বলে। ড়,ঢ় তাড়নজাত ব্যঞ্জন ধ্বনি।\n[তথ্যসুত্রঃ বাংলা ব্যকরণ ও নির্মিত - নবম-দশম শ্রেণি - পৃষ্ঠা নং২১]\n