সঠিক উত্তর হচ্ছে: মালঞ্চ
ব্যাখ্যা: মালঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। নর-নারীর জটিল সম্পর্ক নিয়ে রচিত রবীন্দ্রনাথের একটি সংক্ষিপ্ত উপন্যাস। ১৯৭৯ সালে পরিচালক পূর্ণেন্দু পত্রী \'মালঞ্চ\' চলচ্চিত্রায়িত করেন। নীরজা, আদিত্য, সরলা এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র। উৎস: Hello BCS লেকচার।