সঠিক উত্তর হচ্ছে: সহজিয়া বৌদ্ধ
ব্যাখ্যা: চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য । চর্যার পদগুলোতে বৌদ্ধ সিদ্ধাচার্জের গোপন তত্ত্বদর্শন ও ধর্মচর্চাকে বাহ্যিক প্রতীকের সাহায্য তুলে ধরা হয়েছে। এর রচয়িতাগণ দুরূহ ধর্মতত্ত্বকে সহজবোধ্য রূপকে উপস্থাপন করেছেন।