সঠিক উত্তর হচ্ছে: সালফার ডাই-অক্সাইডের আধিক্যে
ব্যাখ্যা: প্রশ্ন : এসিড বৃষ্টি হয় বাতাসে -----\n\nউত্তর: \'ক\' ও \'খ \' কার্বন ডাই অক্সাইড এর আধিক্য এবং সালফার ডাই অক্সাইড এর আধিক্য\n\nব্যাখ্যা: পৃথিবীর শিল্প কারখানা থেকে প্রতিনিয়ত দূষিত গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ছে। এই দূষিত গ্যাসের কার্বন ডাই অক্সাইড , সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন পারঅক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে এসিডে পরিণত হয়ে ভূপৃষ্ঠে পতিত হয় । সাধারণত শিল্প এলাকায় এ ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।