সঠিক উত্তর হচ্ছে: নিজ বাড়িতে
ব্যাখ্যা: ফজলে কবির সাহেব বাড়ি থেকে বের হয়ে ৪ কি.মি. দক্ষিণে গিয়ে বামদিকে ৬ কি.মি. যাওয়ার অর্থাৎ হচ্ছে উনি পশ্চিমদিকে গেছেন। এরপর বামদিকে ৪ কি.মি. যাওয়ার অর্থ তিনি উত্তর দিকে গেছে।তিনি পুনরায় বামে ঘুরে অর্থাৎ পূর্ব দিকে(যেদিকে বাড়ি) ৬ কি.মি.(আগের সমান দূরত্ব) গেলেন। তাহলে উনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।