সঠিক উত্তর হচ্ছে: WTO
ব্যাখ্যা: উরুগুয়ে রাউন্ড WTO (World Trade Organization ) এর সাথে সম্পর্কিত ।\nGATT চুক্তির আলোকে 1986 - 1994 সাল পর্যন্ত ৮ বছরব্যাপি উরুগুয়ে রাউন্ড আলোচনার মধ্য দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার আত্মপ্রকাশ ঘটে। ১৯৯৫ সালের ১ জানুয়ারি WTO এর সদস্য সংখ্যা ১৬৪ টি দেশ ( আফগানিস্তান ১৬৪ তম) । ব্রেটন উডসের সাথে সম্পর্কিত সংস্থা হলো বিশ্বব্যাংক ও IMF ।