সঠিক উত্তর হচ্ছে: POP3
ব্যাখ্যা: ই-মেইল সার্ভার (E-mail Server)\r\n━━━━━━━━》❈《 ━━━━━\r\n? ই-মেইল সার্ভার বা সংক্ষেপে মেইল সার্ভার হলো নেটওয়ার্কের একটি কম্পিউটার যা ভার্চুয়াল পোস্ট অফিস হিসেবে কাজ করে। মেইল সার্ভারে POP বা iMAP এবং STMP প্রোটোকল ব্যবহার করা হয়। \r\n\r\n? POP এর পূর্ণরূপ হলো Post Office Protocol. মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার (Incoming mail) জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটকল POP3.\r\n\r\n? SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol। যে সকল মেইল বাহিরে পাঠানো (Out going) হয় সে সকল মেইলের জন্য SMTP প্রোটকল ব্যবহার করা হয়। \r\n\r\n? IMAP, STMP এবং POP3 কাজ করে যথাক্রমে 143, 25 এবং 110 নং পোর্টে। \r\n\r\n? IMAP এর পূর্নরূপ হলো Internet Message Access Protocol. \r\n━━━━━━━━》❈《 ━━━━━