সঠিক উত্তর হচ্ছে: হেলেনিক ও হেলেনিস্টিক
ব্যাখ্যা: হেলেনিক সভ্যতার আয়তন অপেক্ষাকৃত ক্ষুদ্র কিন্তু দীর্ঘসময় ধরে এর ব্যাপ্তিকাল। আর হেলেনিস্টিক সভ্যতার আয়তন অপেক্ষাকৃত বিস্তৃত অঞ্চলজুড়ে, তবে ব্যাপ্তিকাল স্বল্প। হেলেনিক সভ্যতা বলতে মেসিডোন কর্তৃক গ্রিস বিজয়ের পূর্ববর্তী গ্রিকসভ্যতা ও সংস্কৃতিকে বুঝায়। গ্রিসের মূল সভ্যতা হেলেনীয় সভ্যতা নামে পরিচিত