সঠিক উত্তর হচ্ছে: শক্তি
ব্যাখ্যা: কাজঃ বল প্রয়োগের মাধ্যমে বস্তুর সরণ হলে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে।\n\nশক্তিঃ কোনো সিস্টেমের (উৎস, বস্তু বা ব্যক্তি) কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।\n\nক্ষমতাঃ কোনো উৎস বা সিস্টেম একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদন করে তাকে তার ক্ষমতা বলে।\n\nএক ওয়াটঃ কোনো সিস্টেম এক সেকেন্ড সময়ে এক জুল কাজ সম্পাদন করলে ঐ সিস্টেমের ক্ষমতাকে এক ওয়াট বলে।\n\nএক অশ্বক্ষমতাঃ প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে এক অশ্ব ক্ষমতা বলে।\n\nএক কিলোওয়াট-ঘণ্টাঃ এক কিলোওয়াট ক্ষমতার কোনো বৈদ্যুতিক যন্ত্র এক ঘণ্টা কাজ করলে যে পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যায়িত হয় তাকে এক কিলোওয়াট-ঘণ্টা বলে।