সঠিক উত্তর হচ্ছে: গঞ্জ
ব্যাখ্যা: \'খাঁটি বাংলা\' শব্দের যে তালিকাঃ এমন : \'ঢেঁকি, ঢোল, কাঁটা, খোঁপা, ডিঙি, কুলা, টোপর, খোকা, খুকি, বাখারি, কড়ি, ঝিঙা, কয়লা, কাকা, খবর, খাতা, কামড়, কলা, গয়লা, চঙ্গ, চাউল, ছাই, ঝাল, ঝোল, ঠাটা, ডাগর, ডাহা, ঢিল, পয়লা, চুলা, আড্ডা, ঝানু, ঝোঁপ, ডাঁসা, ডাব, ডাঙর, খোঁড়া, চোঙা।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যকরণ বই ]