নিচের অপশন গুলা দেখুন
- জাহানারা ইমাম
- হুমায়ুন আহমদে
- হুমায়ুন আজাদ
- নির্মলেন্দু গুণ
সাহিত্যস্রষ্টা হিসেবে হুমায়ুন আজাদের প্রতিভা ও মননের এক অসাধারণ দিক উন্মোচিত হয়েছে শিশু-কিশোরদের জন্য লেখা কিছু গ্রন্থে, যেখানে তাঁর ব্যঞ্জনাধর্মী ভাষা সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ।
- \'আব্বুকে মনে পড়ে\' হুমায়ুন আজাদের মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস।
- এটি ১৯৮৯ সালে প্রকাশিত। উপন্যাসটি ২০০৩ সালে কিকুকো সুজুকি জাপানি ভাষায় অনুবাদ করেন।
অন্যান্য কিশোর রচনা:
- লাল নীল দীপাবলি (১৯৭৬),
- ফুলের গন্ধে ঘুম আসে না (১৯৮৫),
- কতো নদী সরোবর (১৯৮৭),
- বুকপকেটে জোনাকিপোকা (১৯৯৩),
- আমাদের শহরে একদল দেবদূত (১৯৯৬),
- অন্ধকারে গন্ধরাজ (২০০৩) প্রভৃতি।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।