সঠিক উত্তর হচ্ছে: ভারত
ব্যাখ্যা: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা( ইসরো বা Indian Space Research Organisation; ISRO) ভারতের প্রধান মহাকাশ গবেষণা সংস্থা। ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন এই সংস্থাটি বিশ্বের অগ্রণী মহাকাশ গবেষণা সংস্থাগুলির অন্যতম। অতীতের কয়েকটি সুসংহত প্রচেষ্টার ফলস্বরূপ ১৯৬৯ সালে ইসরো বর্তমান আকারে প্রতিষ্ঠিত হয়। ২০০৮ সালে ইসরো সফলভাবে চন্দ্রযান-১ নামে চাঁদে মহাকাশযান প্রেরণ করে এবং ২০১৯সালে চন্দ্রযান-২নামে চাঁদে মহাকাশযান প্রেরণ করে যদিও তা পুরোপুরি সফল হয়নি।