ব্যাখ্যা: মনে করি, সংখ্যা তিনটি যথাক্রমে x, x + y ও x + ১ + ১ বা x + ২ \nপ্রশ্নমতে, \nx + x + ১ + x + ২ = ১২৩ \nবা, ৩x = ১২০ \nবা, x = ৪০ \nক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল = x (x + ১) = ৪০ (৪০ + ১) \n= ৪০ × ৪১ \n= ১৬৪০
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।