সঠিক উত্তর হচ্ছে: নাগরিকের কার্যাবলি
ব্যাখ্যা: পৌরনীতি ও সুশাসন - হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। সংস্কৃত ভাষায় নগরকে ‘পুর’ বা ‘পুরী’ এবং নগরের অধিবাসীদের ‘পুরবাসী’ বলা হয়। এ জন্যই নাগরিক জীবনের অপর নাম ‘পৌর জীবন’ এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম ‘পৌরনীতি’ বলে।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বই।