সঠিক উত্তর হচ্ছে: প্রধানমন্ত্রী
ব্যাখ্যা: প্রধানমন্ত্রী
\n? ১৯৭২ সালে প্রণীত সংবিধান মোতাবেক বাংলাদেশের সংসদীয় পদ্ধতিতে সরকার গঠনের কথা বর্ণিত আছে।
\n? সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান হিসেবে থাকবেন একজন প্রধানমন্ত্রী।
\n? ১৯৭৫ সালে সামরিক উত্থানের প্রেক্ষাপটে সামরিক আইন জারি হয়।
\n? এরপর রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় সরকার পদ্ধতি-উভয়ের সংমিশ্রণে সরকার ব্যবস্থার প্রবর্তন ঘটে। |
\n? বর্তমানে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান।
\n? বাংলাদশের সংবিধানের ৫৫ এবং ৫৬ নং অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিপরিষদের শীর্ষে থাকবেন একজন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে শপথবাক্য পড়ান রাষ্ট্রপতি।
\n? প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করবেন।**** মন্ত্রিসভা যৌথভাবে দায়ী থাকবেন জাতীয় সংসদের নিকট।