সঠিক উত্তর হচ্ছে: শেখ ফয়জুল্লাহ
ব্যাখ্যা: শেখ ফয়জুল্লাহর পাঁচটি কাব্যের খোঁজ পাওয়া গেছে। সেগুলো হলো- \'গোরক্ষবিজয়\', \'গাজীবিজয়\', \'সত্যপীর\', \'জয়নবের চৌতিশা\' এবং \'রাগনামা\'। রংপুরের খোঁট দুয়ায়ের পীর ইসমাইল গাজীর জীবন নিয়ে রচিত গাজীবিজয় কাব্য।‘জয়নবের চৌতিশা’-র বিষয় মহরম- এর মর্মান্তিক ঘটনা।