সঠিক উত্তর হচ্ছে: লীলাবতী
ব্যাখ্যা: খনার বচনের খনার আসল নাম লীলাবতী। খনার বচন মূলত কৃষিতত্ত্ব ভিত্তিক ছড়া। খনা নামে বহুকাল পূর্বে এক বাঙালি নারী যে ভবিষ্যদ্বাণী করে গেছে তা আজ ও মেনে চলা হয়। কৃষি ও আবহাওয়া সম্পর্কইত এই ভবিষ্যৎ সম্পর্কে বলে যাওয়া নারীর আসল নাম খনা। [তথ্যসূত্রঃ প্রথম আলো সাহিত্য সাময়িকী]