সঠিক উত্তর হচ্ছে: ১৯০৫
ব্যাখ্যা: বিশাল আয়তনের বঙ্গ প্রদেশের শাসনকার্য কলকাতা থেকে পরিচালনার অসুবিধাকে কারণ দেখিয়ে বড়লাট লর্ড কার্জন ১৯০৫ সালে পূর্ববঙ্গ ও আসাম এবং পশ্চিমবঙ্গ নামে দুটি প্রদেশ সৃষ্টি করেন।\n\nআর ঐ আইনে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী করা হয় ঢাকাকে।