সঠিক উত্তর হচ্ছে: ৯ মে ১৯৫৪
ব্যাখ্যা: → ৯ মে, ১৯৫৪ সালে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় পাকিস্তান গণপরিষদ। \r\n→ ১৬ ফেব্রুয়ারি, ১৯৫৬ সালে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় জাতীয় পরিষদ। \r\n→ ২৯ ফেব্রুয়ারি, ১৯৫৬ সালে সংবিধানের ২১৪(১) নং অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির অনুচ্ছেদে বলা হয়- ‘The State Language of Pakistan shall be Urdu and Bengali’.\r\n→ ১২ মার্চ, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের নির্দেশ জারি করেন। ১৯৮৭ সালে জাতীয় সংসদে বাংলা ভাষা আইন পাস হয়।