সঠিক উত্তর হচ্ছে: BADC
ব্যাখ্যা: BARI- এর পূর্ণরুপ Bangladesh Agricultural Research Institute । এটি দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান। BINA (Bangladesh Institute of Nuclear Agriculture ) বাংলাদেশের একটি পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান। BRRI ( Bangladesh Rice Research Institute ) ধান গবেষণা প্রতিষ্ঠান। আর BADC ( Bangladesh Agricultural Development Corporation ) বাংলাদেশে উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ বৃদ্ধি করা , সেচ প্রযুক্তি উন্নয়ন , ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও মানসম্পন্ন সার সরবরাহ করে।