সঠিক উত্তর হচ্ছে: তৎপুরুষ সমাস
ব্যাখ্যা:
পূর্বপদে চতুর্থী বিভক্তি লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে।
যেমন -
- মুক্তির জন্য যুদ্ধ = মুক্তিযুদ্ধ।
- হজের জন্যে যাত্রা = হজযাত্রা।
- রান্নার জন্য ঘর = রান্নাঘর।
- ডাকের নিমিত্ত ঘর = ডাকঘর।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।