সঠিক উত্তর হচ্ছে: NO2
ব্যাখ্যা: নাইট্রোজেন ডাই অক্সাইড একটি রাসায়নিক যৌগ যার প্রতীক NO2 । ইহা নাইট্রোজেন এর কতিপয় অক্সাইডের মধ্যে অন্যতম ।নাইট্রোজেন ডাই অক্সাইড একটি গুরুত্বপূর্ণ গ্যাস। প্রতিবছর এটি শিল্প কারখানায় কয়েক লক্ষ টন উৎপাদন করা হয়।\nইহা একটি লালচে বাদামী বর্ণের বিষাক্ত গ্যাস যা বায়ু দূষণের অন্যতম কারন হিসাবে চিহ্নিত করা হয় ।ইহা নাইট্রিক অক্সাইডের অক্সিডেশন এর মাধ্যমে প্রস্তুত করা হয় ।\nনিম্নে বিক্রিয়াটি দেওয়া হলো -\n2NO + O2 → 2NO2