সঠিক উত্তর হচ্ছে: তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা: পঞ্চম ভাগ___________\r\nদ্বিতীয় পরিচ্ছেদ\r\nআইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি \r\n(LEGISLATIVE AND FINANCIAL PROCEDURES)\r\n\r\n৮০. আইন প্রণয়ন-পদ্ধতি\r\n৮১. অর্থবিল \r\n৮২. আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ\r\n৮৩. সংসদের আইন ব্যতীত করারোপে বাধা\r\n৮৪. সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রে সরকারি হিসাব\r\n৮৫. সরকারি অর্থের নিয়ন্ত্রণ\r\n৮৬. প্রজাতন্ত্রের সরকারি হিসাবে প্রদেয় অর্থ\r\n৮৭. বার্ষিক আর্থিক বিবৃতি\r\n৮৮. সংযুক্ত তহবিলের ওপর দায়\r\n৮৯. বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি\r\n৯০. নির্দিষ্টকরণ আইন \r\n৯১. সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী\r\n৯২. হিসাব, ঋণ ইত্যাদির উপর ভোট\r\nমূলকথা : (৮০ থেকে ৯২নং অনুচ্ছেদ)\r\n? ৮১ নং অনুচ্ছেদে অর্থবিল সম্পর্কে উল্লেখ রয়েছে। সরকারের অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত আছে এ ধরনের যে কোন বিলকে অর্থবিল বলা হয়। অর্থবিলে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হয়। \r\n? ৮৭ নং অনুচ্ছেদ অনুসারে বাজেট ঘোষণা করা হয়। সরকারের এক বছরের আয়-ব্যয়ের হিসাব-নিকাশকে বাজেট বলে। বাজেট সম্পর্কিত আরও কিছু প্রাসঙ্গিক তথ্য-\r\n ক. পৃথিবীর প্রথম বাজেটঃ ১৮৩৩ সালে ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপিত হয়।\r\n খ. স্বাধীন বাংলাদেশে প্রথম বাজেট ঘোঘণা করেনঃ তাজউদ্দীন আহমদ (৩০ জুন, ১৯৭২)\r\n গ. উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করেনঃ লর্ড ক্যানিং। \r\n ঘ. বাংলাদেশের বাজেটের ধরন: ঘাটতি বাজেট।\r\n ৯১ নং অনুচ্ছেদ সম্পূরক বাজেট সম্পর্কে উল্লেখ রয়েছে।