সঠিক উত্তর হচ্ছে: রশীদ করিম
ব্যাখ্যা: প্রসন্ন পাষান’ উপন্যাসটির রচয়িতা রশীদ করিম।তার আরো কয়েকটি উপন্যাস হলো- উত্তর পুরুষ, আমার যত গ্লানি, প্রেম একটি লাল গোলাপ, একালের রুপকথা, সোনার পাথর বাটি, মায়ের কাছে যাচ্ছি।তার প্রথম প্রকাশিত উপন্যাস ‘উত্তম পুরুষ’ (১৯৬১)।‘অন্যদিকে ‘তেইশ নম্বর তৈলচিত্র’ ও ‘কর্ণফুলী’ আলাউদ্দিন আল আজাদের উল্লেখযোগ্য উপন্যাস।মধুমতী, ফেরারী সূর্য, বায়ান্ন গলির এক গলি রাবেয়া খাতুনের উল্লেখযোগ্য উপন্যাস।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]