সঠিক উত্তর হচ্ছে: শনি
ব্যাখ্যা: সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহষ্পতির ৭৯ টি নামকরণকৃত উপগ্রহ রয়েছে। এতদিন মনে করা হত সৌরজগতে সবচেয়ে বেশি উপগ্রহ-সহ গ্রহ বৃহস্পতি। কিন্তু শনি গ্রহের মোট উপগ্রহ বা \'চাঁদে\'র সংখ্যা এখন ৮২ যা বৃহস্পতি থেকেও বেশি।\n