সঠিক উত্তর হচ্ছে: ২৮
ব্যাখ্যা: রাষ্টত্থীয় মালিকানাধীন বনভূমির ৯০ শতাংশেরও বেশী দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মাত্র ১২টি জেলায় পুঞ্জীভূত। মাত্র ৯ শতাংশ রাজশাহী এবং ঢাকা বিভাগে অবস্থিত। ৬৪টি জেলার মধ্যে ২৮টিতে কোন রাষ্টত্থীয় বনভূমি নেই। জেলা ভিত্তিক কেবল মাত্র খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি এ ৬টি জেলায় পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষা করার মত প্রয়োজনীয় ন্যূনতম পরিমান বনভূমি আছে। উৎসঃ ভূগোল(অর্থনৈতিক ভূগোল)দ্বিতীয় পত্র (উন্মুক্ত বিশ্বঃ)।